মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্য বিধি মেনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
(৩০জুন) বুধবার এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায়দিন পত্রিকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান রোকনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম শহিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি নাহিদ আল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম, আবু রানা মাসুদ,তাজুল ইসলাম, মোহাম্মদ মিলন, শেখ মঞ্জুরুল হক, আলামিন, সাইদুল ইসলাম ও আরো অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।