মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে আরো ৮ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২৮ জনে।
শনিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনানের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে এক নারীসহ ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
নতুন শনাক্তদের মাঝে শহরের উলিপুরপাড়ার ৩জন, শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দুইজন ষ্টাফ, সুঘাটের চককল্যাণী গ্রামের একজন, খন্দকারটোলা গ্রামের একজন এবং হাটগাড়ী গ্রামের একজন রয়েছেন।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলায় ৫৩৮ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে সুস্থ হয়েছেন ৫০৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫জন। উপজেলায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন।