মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গলায় ফাঁস নেওয়া যুবকের নাম আব্দুল মোমিন (২৪)।
আব্দুল মোমিনের মা মোছাঃ মর্জিনা খাতুন জানান, আব্দুল মোমিন মানষিক রোগে আক্রান্ত ছিল। শনিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে সে ঘরে প্রবেশ করে। এরপর ৮টার দিকে তাকে ডাকলে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। তখন ঘরে গিয়ে দেখি সে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম জানান, আমি ও এসআই মোঃ সাইফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।