মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে আরো ৭ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭৩ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর আড়াই টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনানের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, মঙ্গলবার (৬ জুলাই) শেরপুর উপজেলায় ৪০ জনের নমুনার র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলায় ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে সুস্থ হয়েছেন ৫০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন। উপজেলায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন।