আগামীকাল (১৪ জুলাই) বুধবার থেকে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শুরু হচ্ছে গণ টিকাদান কর্মসূচি। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
? ৩৫ বছর বয়সের উর্দ্ধে এবং নির্দিষ্ট ক্যাটাগরিভুক্ত সবাই ( www.surokkha.gov.bd )ওয়েবসাইটে বা মোবাইল এপসে রেজিষ্ট্রেশন করে এই টিকা গ্রহণ করতে পারবেন।
? টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনের জন্য নির্দিষ্ট তারিখ জানিয়ে সবাইকে মোবাইল বার্তা বা মেসেজ জানানো হবে।এই বার্তা বা মেসেজ বাদে কাউকে অন্য দিন টিকাদান কেন্দ্রে আসতে ও ভীড় করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
? কোন অসুস্থতা থাকলে বা কোভিড আক্রান্ত হলে টিকা নেওয়া যাবেনা।এইরুপ বিষয়ে কোন বিস্তারিত তথ্যের জন্য শেরপুর উপজেলা হাসপাতালের টিকাদান তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
? যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন এবং আগে টিকার তারিখের মেসেজ পেয়েছেন কিন্তু টিকা নেননি,তারা টিকা কার্ড এবং মোবাইল মেসেজ তথ্যকেন্দ্রে দেখানো সাপেক্ষে ওইদিন টিকা নিতে পারবেন।
? যারা আগে টিকার রেজিষ্ট্রেশন করেছেন এবং এক ডোজ কোভিশিল্ড টিকা নিয়েছেন,তাদের বর্তমানে কোভিশিল্ডের ২য় ডোজের জন্য আপাতত অপেক্ষা করতে হবে।তাদেরকে সিনোফার্ম (Verocell) টিকা প্রদান করা যাবেনা।
? কেউ কোন কারনে নির্ধারিত তারিখে টিকা গ্রহণ না করতে পারলে, পরবর্তী কোন তারিখে টিকা থাকা সাপেক্ষে তথ্যকেন্দ্রে টিকা কার্ড এবং মেসেজ দেখিয়ে ওইদিন টিকা নিতে পারবেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনান বলেন, সুষ্ঠুভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কর্মসূচি সফল করতে এই এলাকার প্রতিটি জণগণের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।