এস,আই শাওন :
বগুড়ার শেরপুরে আাবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এভাবে মোটর সাইকেল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেরপুর থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শনিবার (২৪ জুলাই) সন্ধা সাড়ে ৭টার দিকে শেরপুর পৌরশহরের রামচন্দ্রপুরপাড়া এলাকা থেকে এই চুরির ঘটনা ঘটে।
মলয় কুমার কর্মকার জানান, তিনি পৌনে ৭টার দিকে রামচন্দ্রপুরপাড়া আমার বন্ধু মিন্টু বসাকের বাসার সামনে মোটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। ২০ থেকে ৩০ মিনিট পর এসে দেখতে পান তার লাল কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলটি নেই। যার রেজি: নং ঢাকা -মেট্রো- হ- ৩৫-৩৯৬৭। এই ঘটনায় তিনি শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। শেরপুর থানার অফিসার (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।