নবদিন ডেস্ক:
বগুড়ায় বাসচাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০১ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার মাটিডালি বিমান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবু হাসান। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার পূর্বকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের ডিবিএল গ্রুপের মাওনা ফ্যাশন্স লিমিটেডের সুইং বিভাগের অপারেটর হিসেবে নিয়োজিত ছিলেন।
ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া জানান, রাস্তা পার হওয়ার সময় ডলফিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। বাস ফুলবাড়িতে ফাঁড়িতে আটক রয়েছে। বাসচালক পলাতক রয়েছে।