বগুড়া প্রতিনিধি-৫
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান নেতা সামাজিক বিচারক আব্দুস সামাদ ১ আগস্ট শনিবার দিবাগত রাত ৩ টার দিকে কিডনীতে সমস্যাজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। দুনিয়াতে তার স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। মরহুম আব্দুস সামাদ দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগ খানপুর ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, বগুড়া জেলা আয়োমলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগি সংগঠনের নেতারা।