নবদিন ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে এক সন্তানের জননীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টার সময় গোলাম হোসেন (২৫) এক যুবককে হাতেনাতে আটক করে এলাকাবাসী। বুধবার (৪ আগস্ট) দুপুর ১টায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
আটককৃত গোলাম হোসেন বিশালপুর ইউনিয়নের দক্ষিণ পেচুল গ্রামের আবু সাঈদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রতিদিনের মতোই দোকানে যান এ সময় ওই গৃহবধূ বাসায় একা থাকে। বাসায় একাকী থাকার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের গোলাম হোসেন দুপুর একটার দিকে ওই গৃহবধূর রুমে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে এসময় গৃহবধূ চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে গৃহবধূকে বাঁচায় এবং ধর্ষণের চেষ্টাকারি গোলাম হোসেনকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সমর্পণ করেন।
এ বিষয়ে গৃহবধূর ভাতিজা সবুজ জানান, ওই গৃহবধূকে ঘরের ভিতরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আমরা এসে তাকে আটক করি। এবিষয়ে শেরপুর থানার এসআই আজাহার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।