নবদিন ডেস্ক:
বগুড়ার কাহালুতে জমিতে মরিচের গাছ লাগানোর লাগানোর সময় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইকড় হিন্দুপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাইকড় ইউনিয়নের হিন্দুপাড়ার চন্ডিচন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও গুপিচন্দ্রের ছেলে মিলন চন্দ্র (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের হিন্দুপাড়া সংলগ্ন মাঠে গুপিচন্দ্র তার জমিতে মরিচের গাছ লাগাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে আসায় গুপিচন্দ্রকে তার ছেলে মরিচের গাছ লাগাতে সাহায্য করছিল। এ সময় ওই মাঠে বজ্রপাত হয়। এতে বাবা-ছেলে মাঠেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী জানান, সন্ধ্যার দিকে গুপিচন্দ্র এবং তার ছেলে মিলন দুজন মিলে মাঠে মরিচ গাছ লাগাচ্ছিল। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।