নবদিন ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে আতিকা জাহান (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এঘটনা ঘটে। মৃত আতিকা জাহান ঐ গ্রামের আতাউর রহমানের মেয়ে।
আতিকার চাচা জাহাঙ্গীর আলম জানান, “গাছ থেকে আমড়া পারতে গিয়ে পায়ে কাদা লেগে যাওয়ায় পুকুরে পা পরিস্কার করতে গেলে পানিতে পড়ে যায় আতিকা। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তার মরদেহ দেখতে পায়। দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেন।