মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক নারী। ভুক্তভোগী নারী খালেদা বেগম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর বাজার এলাকার মোঃ রুবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় শেরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামাকারকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ মাসুদ রানা খালেদা বেগমের নিকট থেকে ৭০,০০০/ টাকা ধার নেয়। সাত মাস যাবৎ মাসুদ বিভিন্ন অযুহাত দেখিয়ে টাকা না দিয়ে কালক্ষেপন করতে থাকে। ১৭ আগষ্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে খালেদা বেগম তার মেয়ে মোছাঃ মিষ্টি খাতুন (১৪) কে সাথে নিয়ে খামারকান্দি বাজারে জুস কিনতে গেলে মাসুদ রানার সাথে দেখা হয়। এসময় ঔ নারী মাসুদ রানার নিকট টাকা চাইলে মাসুদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ রানা উত্তেজিত হয়ে ঐ নারীর বাম হাতে সজোরে মোচর দেয় এবং পিঠে, হাতে কিল, ঘুষি দিতে থাকে। মারপিটের সময় মাসুদ রানা খালেদা বেগমের মেয়ে মিষ্টি খাতুনের গলায় থাকা সোয়া ভরি ওজনের স্বর্নের চেন কেড়ে নেয়। তাদের চিৎকারে জয়নগর গ্রামের মোঃ রফিক, মোঃ চান মিয়া গবরাগাড়ী গ্রামের মোঃ রায়হান এসে উদ্ধার করে স্থানীয় ডাঃ দ্বারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করান।
এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।