শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর বাংলাদেশ তরিকত ফেডারেশন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর দরবার শরীফ পবিত্র আশুরা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সহপরিবারের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় গত ২২ আগষ্ট রোজ রবিবার রাত সাড়ে ১০টায় শেরপুর উপজেলা তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মসজিদ এর দরবার শরীফে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকত ফেডারেশন শেরপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ সোনাউল্লাহ সোনা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন বগুড়া জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক কাদরী, আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাদের সিদ্দিকী নূরী, গাড়ি দহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোকাবের হোসেন, রণবীর বালা আশা সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম শফিক, সালেম ভান্ডারী প্রমুখ।
আলোচনা শেষে শোকের মাস উপলক্ষে হাসান-হুসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদত বার্ষিকীর বিশেষ মোনাজাত করা হয়।