এস,আই শাওন:
বগুড়ার শেরপুরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে চায়না প্রযুক্তিতে এই প্রথম ক্রিয়েচার হ্যাচারীতে দেশী মুরগীর বাচ্চা ফুটানোর মেশিনের উদ্বোধন করা হয়েছে।
২৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খন্দকার পাড়াস্থ ক্রিয়েচার হ্যাচারী এন্ড ফার্মেসীর নিজ কার্যালয়ে এ উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, ক্রিয়েচার হ্যাচারীর এম,ডি আব্দুল কাদের, ডাইরেক্টর গোলাম আযম, বিশিষ্ট ব্যাবসায়ী শাহ আলম বাবু, দলিল লেখক কায়কোবাদ, ম্যানেজার বাবুল হাসান, হ্যাচারী ব্যাবসায়ী চাঁন মিয়া, রুহুল আমিন, শাপলা, এফ, এন, এফ কোম্পানীর প্রতিনিধি আব্দুর রহিম, সলভার প্রতিনিধি তৌফিক, একমির প্রতিনিধি পিয়ার আলী, নাভানার প্রতিনিধি শফিকুল ইসলাম, এলবাটোরজ মিজানুর রহমান মিজান, শাহাদাত হোসেন প্রমুখ।