শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
“বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দুরকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় মহিপুর ফায়ার সার্ভিস পুকুরে রোববার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ সুচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আ’লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা সরকার, মৎস্য খামার ব্যবস্থাপক সন্তোষ কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত অফিসার ডা: মো: রায়হান পিএএ, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ দাস, ক্ষেত্র সহকারী আব্দুল খালেক, ফায়ার সার্ভিস অফিসার সিদ্দীকুর রহমান প্রমুখ।