ধুনট (বগুড়) প্রতিনিধি:
মানব জীবনে চোখের কোন বিকল্প নেই। তাই চোখের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। সেই চোখের যত্নে বগুড়ার ধুনটে চলছে ফ্রি চক্ষু সেবা প্রদান।
রোবরার সকাল থেকে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং নিমগাছি ইউনিয়নের ধামাচামা ধামচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারি পাঠাগারের সার্বিক সহযোতিায় ৩৫০জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মেসার্স ফুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ফিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক ফজলে খুদা তুহিন, ঠিকাদার মুনজুরুল হাসান, গাক চক্ষু হাসপাতালের মেফিকেল অফিসার ডা: আসিফ নেওয়াজ, ধামচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, ও সাবেক সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি হাসান জাহিদ জীবন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সদস্য নাজমুল হক, আব্দুল আলিম, আমানুল্লাহ, গাক চক্ষু হাসপাতালের ক্যাম্পেই অর্গানাইজার মোজাহিদুল ইসলাম সেবিকা আইভি খাতুন ও নাজমা খাতুন প্রমুখ।