এস, আই শাওন:
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এমন স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে Sustainable initiative to protect women and girls from GBV প্রকল্পের আওতায় এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় মহিপুর স্কুল সংলগ্ন খেলার মাঠে স্থানীয় গাড়ীদহ মডেল ইউনিয়নের বিট পুলিশিং এর আয়োজনে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, সকল সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর পুলিশ সর্বদায় প্রস্তুত। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শেরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) তন্ময় কুমার বর্মণের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, গাড়ীদহ মডেল ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন, গাড়িদহ ইউনিয়ন পুলিশিং কমিটির আহ্বায়ক মোকাববর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।