ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় আলমগীর হোসেন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ অক্টোবর) সকালে চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে ওই যুবকের শয়নকক্ষ থেকে তাঁর মৃত দেহটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন পেশায় একজন ভ্যান চালক। প্রায় আড়াই মাস পূর্বে সে বিবাহ করে। বিয়ের পর থেকে নানা কারনে কয়েকদফা স্ত্রীর সঙ্গে আলমগীরের ঝগড়া বিবাদ হয়। তবে শনিবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে আলমগীর হোসেন নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে ঘুম ভাঙার পর স্ত্রী ওই ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচানো আলমগীর হোসেনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তার চিৎকার ও ডাকাডাকিতে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে স্ত্রীর উপর অভিমান করে আলমগীর হোসেন আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধরনা করছেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন খবর পেয়ে পুলিশ নিজের শয়ন ঘর থেকে আলমগীর হোসেনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।