শাওন, শেরপুর (বগুড়া) :
বগুড়ার শেরপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে বজলু মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বজলু মিয়া ধাওয়াপাড়া খিকিন্দা গ্রামের আলতাফ মন্ডলের ছেলে। জানাগেছে, উত্তর পেঁচুইল গ্রামে ফরিদের কাঁচা মরিচের জমিতে দিনমুজুর হিসেবে বজলু মিয়া কাজ করছিল। এ সময় হঠাৎ বৃষ্টি বজ্রপাত শুরু হলে বজলু মিয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।