এস, আই শাওন:
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়া ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকতাগণের ১৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান (৯ অক্টোবর) শনিবার পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক খলিল আহমদ (অতিরিক্ত সচিব)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েমের উপপরিচালক ও প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল মান্নান চৌধুরী। পল্লী উন্নয়ন একাডেমীর গবেষণা ও মূল্যায়ন বিভাগ ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে কোর্স পরিচালক ও একাডেমীর যুগ্মপরিচালক খালিদ আওরংগজেব। এসময় একাডেমীর অন্যান্য অনুষদ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চার মাস মেয়াদি এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি ০৯ অক্টোবর ২০২১ হতে ০৫ ফেব্রুয়ারি ২০২২ মেয়াদে পল¬ী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হবে। উক্ত কোর্সে ৪০ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করবেন।