স্টাফ রিপোর্টার:
আগামী ১১ নভেম্বর ২০২১ আসন্ন শেরপুর উপজেলার শাহ্ বন্দেগি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা মিনি চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কফিল, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদ শেখ, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম।
সভায় আগামী ১১ ই নভেম্বর শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হকের চাচা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব আকন্দ ও ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে অত্র সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান ও ৮নং ওয়ার্ডের মেম্বার পদে শাহজামাল আকন্দকে সমর্থন জানানো হয়।