মৌসুমী ইসলাম:
দুনিয়ার মজদুর এক হও এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কারিমুল ইসলাম, শ্রমিক নেতা সুমন, আরিফ, মজনু, মামুন, নিজাম, ফারুক, শহিদুল, কালাম, হামিদুলসহ আরো অনেকে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের এই দিনে (১২ অক্টোবর)সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহত্তম জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।