এস, আই শাওন:
বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকেন্দার আলী (৪৫) আর নেই। শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের টাউনকলোনীস্থ ভাড়া বাড়িতে তিনি মারা যান। সেকেন্দার আলী জেলার শাজাহানপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত শওকত মুন্সির ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মরহুম সেকেন্দার আলীর প্রথম জানাযার নামাজ সকাল ৮ টায় দ্বাড়কীপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। তারদ্বিতীয় জানাযার নামাজ তার গ্রামের বাড়ি লহ্মীপুরে যোহর নামাযের পরে ২ টায় অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাযে ব্যবসায়ীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে তিনি ১ ভোটে পরাজিত হয়েছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।