নবদিন ডেস্ক:
বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে স্টেশনের ৪নং প্লাটফরমের ভোজনালয় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওই মৃত ব্যক্তিটির পড়নে ছিল চেক লুঙ্গি ও খয়েরি রংয়ের গেঞ্জি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উল্লেখিত স্থানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ স্থানীয় দোকানীরা দেখতে পেয়ে খবর দেন।
এরপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মৃত ব্যক্তিটি ভিক্ষুক ছিলেন। অসুস্থ্যতার কারণে মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।