নবদিন ডেস্ক:
বগুড়ার গাবতলীতে মাদকদ্রব্য ২ কেজি গাজাসহ খোরশেদ আলম (৫৫) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব। আলম পার কাপড়া গ্রামের ময়নাতলা এলাকার মৃত নাদের আলীর ছেলে। শনিবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মহিষাবাথান ইউনিয়নের কালিতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদ আলমকে মাদকদ্রব্য গাঁজাসহ সহ গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে গাবতলী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।