বগুড়ায় ট্রাকচাপায় আবতাব হোসেন(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল পৌণে ১১টার দিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবতাব হোসেন শহরের রহমাননগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি খাদ্য অধিদপ্তর থেকে অবসরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই সারিউল ইসলাম।
এএসআই সারিউল ইসলাম জানান, আবতাব হোসেন ঢাকা-রংপুর মহাসড়কে সাইকেলযোগে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।