শেরপুর(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুওে ভোরের আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির আয়োজনে শীত বস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের লেকচারার ডা. ইকবাল হোসেন সনির নেতৃত্বে উপস্থিত ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করেন ডা. ফাবলিহা আফিয়া অনন্যা, ডা. আমিনুল ইসলাম, ডা. আয়সা সারা, ডা. বিজয় বসাক ও মিতালী বসাক। এছাড়াও, বিনামূল্যে সকল প্রকার ঔষধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও রক্তচাপ পরীক্ষা করা হয়েছে।
অনুষ্ঠানের আলোচনা সভায় সংগঠনের সভাপতি সত্যরঞ্জনের সভাপতিত্বে ও মো. মামুন শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য্যান পিয়ার হোসেন পিয়ার, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক খান জাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ হারুন অর রশিদ। এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।