নবদিন ডেস্ক:
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরান হোসেন রিগ্যান(২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে শহরের গোদারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিগ্যান কাহালু উপজেলার শেখাহার এলাকার রাইসুল ইসলাম রিপনের ছেলে এবং তিনি বগুড়া পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা।
তিনি জানান, রিগ্যান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বগুড়া-নওগাঁ সড়ক দিয়ে নিজের বাড়ি শেখাহার এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শহরের গোদারপাড়া এলাকায় কাহালুগামী বালু বোঝাই একটি ট্রাক পিছন থেক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিগ্যান পড়ে যেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক না করলেও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।