নবদিন ডেস্ক:
বগুড়ায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ জিয়া হাসান ওরফে রাব্বু(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বু তালোড়া মন্ডলপাড়া এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে। র্যাবের দাবি গ্রেফতারকৃত রাব্বু পেশায় মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বুকে মোট ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।