নবদিন ডেস্ক:
বগুড়ায় সদর উপজেলায় ট্রেনে কাটা পরে আতাউর রহমান (২৫) কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় পৌর এলাকার চেলোপাড়া ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। নিহত আতাউর শাহাজাহানপুর উপজেলার বাঁশকুটা গ্রামের হাছান আলীর ছেলে। এছাড়াও তিনি সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।
দুর্ঘটনার পরে বগুড়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ওসি শাকিউল আজম জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসে কাঁটা পরে আতাউর মারা গিয়েছেন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা আমরা নিশ্চিত হতে পারিনি। তার লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের কাছে আজ সকালে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।