নবদিন ডেস্ক:
বগুড়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বগুড়া-সান্তহার সড়কের কাহালু উপজেলার শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার পিলকুঞ্জ ঝাঝহার মোড়ের ধলুর ছেলে আজমল(২৬) এবং বাগইল গ্রামের মকবুল হাজির শাহিন(৩২)। এদের মধ্যে আজমল পেশায় মোটর সাইকেল মেকার এবং শাহীন ব্যবসায়ী।
জানা গেছে, বিকালে আজমল শাহীনকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে নওগাঁ সাপাহার থেকে যাত্রীবাহী বিআরটিসি বাস মোটরসাইকেলসহ তাদের চাপা দিলে আজমল ঘটনাস্থলে এবং শাহিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহতদের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।