পারভীন লুনা, বগুড়া:
বগুড়ার কাহালুতে পিকাপের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো চারজন আহত হয়। এঘটনায় বিক্ষুব্ধ লোকজন পিক আপটিতে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় সড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
শনিবার (১ জানুয়ারী) রাত ৯ টায় বগুড়া – নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার বীরকেদার এবিসি টাইলস মিলের সামনে দর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কাহালু উপজেলার বীরকেদার এবিসি টাইলস ফ্যাক্টরিতে কাজ শেষ করে ৪ জন শ্রমিক অটোভ্যানে উঠার সময় পিছন থেকে পিক আপ (ঢাকা মেট্রো- ন-১৩-৫৩২৯) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক আব্দুর রাজ্জাক মারা যান। স্থানীয়রা আহত আরো চার শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করায়। এসময় দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ লোকজন পিক আপটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছে আগুন নিভিয়ে ফেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, বিক্ষুব্ধ জনগন পিকআপে আগুন দিয়েছিল। দুর্ঘটনার পরপরই পিক আপের চালক পালিয়ে গেছে।