নবদিন ডেস্ক:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে সবগুলো ইউনিয়নেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন (মটরসাইকেল), গোবিন্দপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেন মল্লিক (আনারস), চামরুল ইউনিয়নের পুনরায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী (ঘোড়া), গুনাহার ইউনিয়নে নুর মোহাম্মদ আবু তাহের (চশমা) ও জিয়ানগর ইউনিয়নের আনোয়ার হোসেন (আনারস) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন।
তিনি জানান, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।