শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় ফেন্সিডিল বিক্রির সময় তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার আড়ংশাইল গ্রামের দুুদু মিয়ার ছেলে রায়হান বাদশা (৩১), একই উপজেলার ছোনকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনিরুল ইসলাম হাজিম (২৯), ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের শামছুল আলমের ছেলে তৌহিদুল ইসলাম তান্নি (৩৬)।
মামলাসুত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের আন্দারপাড়া হোসেন আলীর মুদি দোকানের সামনে মাদক বিক্রি করছিল গ্রেফতারকৃতরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শেরপুর থানার এস আই শাহাদত হোসেন জানান, মাদক বিক্রির সময় তাদের তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এবং মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের জেল হাজাতে পাঠানো হয়েছে।