শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে তারা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, সাদাছড়ি ও চশমা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে রবিবার (৬ফেব্রুয়ারি) সকালে সুঘাট এলাকাস্থ সংস্থার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।
সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম শাহাদত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ।
অত্র সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ। এছাড়া অন্যদের মধ্যে শিক্ষক ফয়সাল আহম্মেদ ফারুক, আবু তালেব, জয়নাল আবেদীন, সুঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ৫০জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, সাদাছড়ি ও চশমা বিতরণ করা হয়।