শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় ৫ ফেব্রুয়ারী শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় যাত্রিবাহী বাসের ধাক্কায় সুজন মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ি গ্রামের হবিবর রহমান হবির ছেলে সুজন মিয়া কোন এক প্রয়োজনে শেরপুর উপজেলা শেরুয়া বটতলা এলাকায় আসে। শনিবার রাত ১০ টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামি একটি অজ্ঞাত যাত্রিবাহী বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১ টায় সুজন মারা যায়।