নবদিন ডস্কে:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবির ঘটনায় এ পটর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে স্থানীয়সুত্রে জানা গেছে।
জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কাজ শুরু করেছে।