নবদিন ডেস্ক:
নেত্রকোনার কলমাকান্দায় ট্রলারডুবির ঘটনায় শুক্রবার দুপুরে এক শিশুসহ আরও দুইজনের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রতন মিয়া (৩৫) ও মনিরা আক্তার (৪) নামে আরও দুইজনের মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, কলমাকান্দার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদকে।
বুধবার নৌ-দুর্ঘটনায় উদ্ধার হওয়া মৃতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার কামাউড়া গ্রামের শিশু আল মুজাহিদ (৩), টুম্পা (৪), জাহিদ-আড়াই বছর, অনিক (৫), রাকিবুজ্জামান (২), মজিদা বেগম (৫১), সুলতানা (৪০), মোছা. লাকী বেগম (৩০), লুৎফুন্নাহার (২৫) ও নেত্রকোণা সদর উপজেলার মেদনী গ্রামের হামিদা বেগম (৫০)।