শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সাপের কামড়ে নিহত যুবক আরিফুল ইসলাম (১৮) জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজীতলা গ্রামের কৃষক রেজাউল করিম এর ছেলে বলে জানা গেছে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত (১২ সেপ্টেম্বর) শনিবার এশার নামাজ শেষে আরিফুল মোটর সাইকেল কেনার জন্য এলাকার আমতলী বন্দরের দিকে যাচ্ছিলেন। মীরাপুর পুকুর পাড় নামক স্থানে পৌঁছালে তিনি প্রকৃতির ডাকে সারা দিতে গেলে তাকে সাপে কামড় দেয়। ঘটনার পর পরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওঝাড় বাড়িতে নিয়ে যায়। উথলী রথবাড়ী গ্রামের ওঝাঁ বাড়ি থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনার পর ২ বার বমি করে। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে রাতেই আবার শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেকে) নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাবান এর সাথে কথা হলে তিনি, সাপের কামড়ে আরিফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে।