এস,আই শাওন:
বগুড়ার শেরপুরে প্রথম আলো ট্রাস্ট বন্ধুসভা’র উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার বেলা বারোটায় জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে বন্যা কবলিত এলাকার মানুষজনের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের বন্ধুসভার উদ্যোগে এই এলাকার ১০০ জন নারী পুরুষের মাঝে চাল তেল লবন আলু ডাল পিঁয়াজ এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিল প্রথম আলোর শেরপুর (বগুড়া) প্রতিনিধি সবুজ চৌধুরী, প্রথম আলোর বগুড়ার ফটোগ্রাফার সোয়েল রানা, শেরপুর উপজেলার জামুর কলেজের সহকারী অধ্যাপক ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মো. জাউদ্দৌলা, স্থানীয় সাগর আলী, কানাই কর্মকার, মো. মজনুসহ আরো অনেকে।
উল্লেখ্য, ত্রাণ সামগ্রী যারা পেয়েছেন তারা হলেন (বিনোদপুর মোহনা এলাকাসহ বিনোদপুর সাহেড়বাড়ি বাঁধের পাড়ে বসবাসরত) এবছর বন্যার পানিতে যাদের ফসলী জমি বসতবাড়ি তলিয়ে গেছে বা ভাঙ্গনের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।