সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের আওতায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবণ ভূমি, ও সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বগুড়া-০১ আসনের সাংসদ সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাঈম আহম্মেদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ আরো অনেকে।