নবদিন ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহসীন আলমের বাবার মৃত্যুতে বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেস্টা আবু তালেব আকন্দ, ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ফজলুল হক, জাকারিয়া হোসেন জুয়েল সাধারণ সম্পাদক পদপ্রার্থী ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামীলীগ, জাহিদুল ইসলাম জনি, খায়রুলসহ এলাকার আরো অনেকে।
উল্লেখ্য, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহসীন আলমের বাবা মেছের উদ্দিন মন্ডল (৮৬) গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে জেলার শামসুন নাহার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। মেছের উদ্দিন মন্ডল ধুনট উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।