এস,আই শাওন:
পরপর টানা ২ বার বগুড়া জেলার শ্রেষ্ট এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন বগুড়ার শেরপুর থানার এস, আই আতিকুল ইসলাম আতিক। কর্মদক্ষতার মাধ্যমে তার এই কৃতিত্বকে সম্মান জানাতে ভুলে যায়নি শেরপুর উপজেলার ১০নং শাহ্ বন্দেগী ইউনিয়ন পুলিশিং কমিটি। (১৪ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় ফোরামের পক্ষ থেকে ১০নং শাহ বন্দেগী ইউনিয়ন পুলিশিং কমিটির কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ফজলুল হকসহ ফোরামের অন্যান্য নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সদস্য সচিব ফজলুল হক বলেন, তিনি (এস আই আতিক) একজন চৌকস পুলিশ অফিসার। শেরপুর থানায় যোগদানের পর থেকেই তার নানাবিধ কর্মকান্ডে আমরা তার প্রমান পেয়েছি। তার দায়িতশীলতার প্রশংসাও এ থানার জনসাধারণের মুখে মুখে। তিনি তার সকল দায়িত্ব সঠিকভাবে পালন এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা এবং মনে প্রাণে বিশ্বাস রাখি । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজ্জাক, সাইদুর রহমান, জিন্নাত সরকার, রফিকুল ইসলামসহ আরো অনেকে।