শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের বিশালপুরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার বিশালপুর উচ্চবিদ্যালয় মাঠে বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বিশালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈমের সভাপতিত্বে বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন শিহাবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বিপ্লব কুমার, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশরাফুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন শিহাব, যুবলীগ নেতা মাসুম, সনাতন চন্দ্র, বায়েজিদ, নাহিদ রবিন প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুনুর রশিদ, মামদুদুর রহমান মিলন ও আরিফুল ইসলাম।